- সারাদেশ
- পাচারের উদ্দেশ্যে শিশুকে অপহরণের অভিযোগ, গ্রেপ্তার ১
পাচারের উদ্দেশ্যে শিশুকে অপহরণের অভিযোগ, গ্রেপ্তার ১

গ্রেপ্তার মারফত আলী - সমকাল
মানিকগঞ্জে আসিফ নামের চার বছর বয়সী এক শিশুকে পাচারের উদ্দেশ্যে অপহরণের অভিযোগে মারফত আলী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার উকিয়ারা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় শিশুটিকে। গ্রেপ্তার মারফত আলীর বাড়ি উকিয়ারায়।
পুলিশ জানায়, অপহরণের শিকার আসিফের বাবা আক্কাস আলীর বাড়ি রাজবাড়ী জেলায়। ঢাকার গাবতলী বেড়িবাঁধ কলোনিতে পরিবার নিয়ে থাকেন। পেশাগত কাজে তাঁর সঙ্গে সখ্য হয় মারফতের। এর সূত্র ধরে তিন মাস ধরে আক্কাসের বাসায় থাকতো সে।
২৭ জানুয়ারি স্ত্রী খাদেজা বেগমের সঙ্গে ঝগড়া হয় আক্কাসের। পরে তিনি কাজে চলে যান। রাতে বাড়ি ফিরে স্ত্রী, ছেলে আসিফ ও এক বছর বয়সী মেয়ে রাশেদাকে দেখতে পাননি। স্বজনদের বাড়িতে সংবাদ নিলেও তাঁদের হদিস মেলেনি। এর তিন দিন পর মেয়েকে নিয়ে বাড়ি ফিরে স্ত্রী খাদেজা জানান, বেড়ানোর নাম করে মারফত আলী তাঁদের নিয়ে মানিকগঞ্জে যায়। সেখান থেকে কৌশলে আসিফকে অপহরণ করে পালিয়ে যায়। তাদের খোঁজ না পেয়ে গাবতলীতে ফিরেন খাদেজা।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, শুক্রবার সকালে আক্কাস আলী থানায় অভিযোগ করেন। পুলিশ উকিয়ারায় অভিযান চালিয়ে মারফত আলীকে গ্রেপ্তার করে। সেই সঙ্গে শিশুটিকে উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে মা-বাবার হাতে তুলে দেওয়া হয়। এ ঘটনায় মারফত আলীর বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা হয়েছে বলে জানান ওসি।
মন্তব্য করুন