- সারাদেশ
- জেলা আ'লীগের কার্যালয়ের বাইরে ককটেল বিস্ফোরণ
চাঁপাইনবাবগঞ্জে উপনির্বাচন
জেলা আ'লীগের কার্যালয়ের বাইরে ককটেল বিস্ফোরণ

প্রতীকী ছবি
চাঁপাইনবাবগঞ্জে উপনির্বাচনে বিজয়ী আব্দুল ওদুদের অনুসারীদের গাড়ির অদূরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের বাইরে শুক্রবার রাতে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শহরের মসজিদ পাড়া মহল্লার আনোয়ার আলীর ছেলে ইব্রাহিম (২৮) নামে একজন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে সদ্য বিজয়ী আব্দুল ওদুদের কর্মী ও সমর্থকরা দলীয় কার্যালয়ে বাইরে একটি মাইক্রোবাসে অবস্থান করছিলেন। এ সময় কার্যালয়ের বাইরে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তবে বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত দুবৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় ওই এলাকার ইব্রাহিম নামে এক যুবক আহত হয়েছেন। তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) চৌধুরী মাহফুজ বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
মন্তব্য করুন