- সারাদেশ
- ধামরাইয়ে দোকান থেকে ৭ লাখ টাকার রড লুট
ধামরাইয়ে দোকান থেকে ৭ লাখ টাকার রড লুট

ফাইল ছবি
ঢাকার ধামরাইয়ে একটি দোকান থেকে সাত লাখ টাকার রড ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে ধামরাই থানার বাসস্ট্যান্ডের পূর্বপাশে মেসার্স বাতেন ট্রেডার্সে ডাকাতির এ ঘটনা ঘটে।
জানা যায়, ডাকাত দলের সদ্যরা দোকানের নিরাপত্তাকর্মীসহ তিনজনকে হাত-পা বেঁধে মারধর করে আহত করেন। পরে দোকান থেকে সাত টন রড নিয়ে পালিয়ে যায়। রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বাতেন ট্রেডার্সের মালিক আবদুল মালেক বলেন, ১৫-২০ জনের একদল ডাকাত আমার দোকানের নিরাপত্তাকর্মী মোখলেছুর রহমান ও পাশের দোকানের ইঞ্জিনমিস্ত্রি আবদুল হাকিম ও ইব্রাহিমকে মারধর করে হাত-পা বেঁধে ফেলে। এরপর দোকানের কয়েকটি তালা কেটে ভেতরে ঢুকে প্রায় সাত টন রড লুট করে ট্রাকে করে পালিয়ে যায়। লুট করা রডের আনুমানিক মূল্য সাত লাখ টাকা।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ডাকাতির ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন