ময়মনসিংহে বিভাগীয় সমাবেশের দিন পুলিশের উপর হামলা, ককটেল বিস্ফোরণ ও সরকারি কাজে বাঁধা দেওয়ার অভিযোগে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ৮৬ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। এই মামলায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৫ ফেব্রুয়ারি) বিকেলে তাদের আদালত পাঠানো হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠানো নির্দেশ দেন।  

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- রাশেদুল ইসলাম (১৯), এমদাদুল হক (১৯), হারুন মিয়া (২০), আরিফুল ইসলাম (২০) ও মোক্তার (১৯)। তারা সবাই ভালুকা উপজেলার শ্রমিক দল ও ছাত্রদলের নেতাকর্মী বলে জানা গেছে।

এর আগে, শনিবার (ফেব্রুয়ারি) রাতে কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ত্রিদীপ কুমার বীর বাদী হয়ে দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম খান রাজুসহ ১৬ জনের নাম উল্লেখ করে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। এ সময় অজ্ঞাতনামা আরও ৭০ জনকে আসামি করা হয়।   

তবে বিএনপি নেতারা দাবি করেন, শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ হয়। ওই দিন নগরীতে কোন বিশৃঙ্খল হয়নি। কিন্তু পুলিশের উপর হামলা, ককটেল বিস্ফোরণ ও সরকারি কাজে বাঁধা দেওয়ার অভিযোগে এই গায়েবী মামলা দায়ের করা হয়েছে।  

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন বলেন, বিস্ফোরক আইনের মামলায় ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।