মাদারীপুর সদর উপজেলায় আউয়াল মাদবর নামে এক চা দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ১১টার দিকে উপজেলার পাঁচখোলা ইউনিয়নের পাঁচখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

আউয়াল পাঁচখোলা গ্রামের কাশেম মাদবরের ছেলে। এ ছাড়া তিনি ২০১৯ সালে স্থানীয় সাহেব আলী হত্যা মামলার আসামি ছিলেন।

নিহতের পরিবারের অভিযোগ, মাদারীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আক্তার হাওলাদারের লোকজন ডেকে নিয়ে আউয়ালকে হত্যা করেছে। তবে কাউন্সিলরের দাবি, রাজনৈতিক প্রতিপক্ষ তাঁকে ফাঁসাতে আউয়ালের পরিবারকে দিয়ে মিথ্যা অভিযোগ করাচ্ছে।

নিহতের স্বজন, পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রাতে দোকান থেকে আউয়ালকে ডেকে নিয়ে যায় রাজ্জাক ঘরামি নামে এক ব্যক্তি। পরে তাঁকে দোকানের পাশেই কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতাল, পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। রোববার ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ।

নিহতের স্ত্রী জরিনা বেগম জানান, তাঁর স্বামীকে দোকান থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। জড়িতদের ফাঁসি চান তিনি। নিহতের মেয়ে আকলিমা বেগম বলেন, সাবেক কাউন্সিলর আক্তার হাওলাদারের সহযোগী ওমর হাওলাদার, আল-আমিন হাওলাদার, আলমগীর হাওলাদার, জাহাঙ্গীর হাওলাদার চুন্নু, পান্নুসহ কয়েকজন তাঁর বাবাকে হত্যা করেছে।

তবে অভিযোগ অস্বীকার করে আক্তার হাওলাদার বলেন, শত্রুপক্ষ তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করে আউয়ালের পরিবারকে দিয়ে মিথ্যা বলাচ্ছে। সাহেব আলী হত্যা মামলা থেকে বাঁচতে তারাই এ ঘটনা ঘটিয়েছে।

সাহেব আলী হত্যা মামলার বাদী তাঁর স্ত্রী আলেয়া বেগম বলেন, 'আউয়াল আমার স্বামী হত্যা মামলার আসামি ছিলেন। তাঁকে হত্যা করে একটি চক্র এতে আমাদের জড়ানোর চেষ্টা করছে। সকাল থেকে কয়েক দফা বাড়িতে হামলা করা হয়েছে। আমি প্রশাসনের কাছে নিরাপত্তা ও প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।'

মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, বিষয়টির তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।