- সারাদেশ
- মুন্সীগঞ্জে জেসি হত্যার আসামি ৩ দিনের রিমান্ডে
মুন্সীগঞ্জে জেসি হত্যার আসামি ৩ দিনের রিমান্ডে

বহুল আলোচিত মুন্সীগঞ্জের স্কুলছাত্রী জেসি মাহমুদ (১৬) হত্যা মামলার প্রধান আসামি বিজয় রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ রোববার বিকেলে আসামিকে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এর আগে বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা থেকে গ্রেপ্তার বিজয়কে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব।
বিজয়কে শনিবার রাজধানীর ওয়ারী থেকে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তারের আগে তিনি বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন। এর মধ্যে মুন্সীগঞ্জের সিরাজদিখানে তার এক বন্ধুর বাড়িতে চারদিন, ফরিদপুরের একটি মাজারে ছদ্মবেশে ২২ দিন ও সর্বশেষ রাজধানীর ওয়ারী এলাকায় আরেক বন্ধুর বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেপ্তার হন বিজয়।
রোববার দুপুরে ঢাকার কারওয়ানবাজারে র্যাব সদরদপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
এ সময় তিনি জানান, শনিবার রাতে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব-৩ এর একটি আভিযানিক দল রাজধানীর ওয়ারী এলাকা থেকে জেসি হত্যার আসামি বিজয় রহমানকে (২২) গ্রেপ্তার করে। বিজয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য প্রদান করেন।
সদর থানার ওসি মো. তারিকুজ্জামান জানান, রোববার বিকেল সাড়ে তিনটার দিকে স্কুলছাত্রী জেসিকা হত্যা মামলার প্রধান আসামি বিজয়কে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এরপর আসামিকে মুন্সীগঞ্জ সদর আদালতে হাজির করে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। এতে আদালতের বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। বর্তমানে আসামি বিজয় পুলিশ হেফাজতে রয়েছে।
গত ৩ জানুয়ারি মুন্সীগঞ্জ শহরের মধ্য কোটগাঁও এলাকার নিজ বাড়ির ছাদে স্কুলছাত্রী জেসিকাকে শ্বাসরোধে হত্যা করার অভিযোগ রয়েছে বিজয় রহমান ও আদিবা আক্তারের বিরুদ্ধে। পরদিন গ্রেপ্তার হয়ে জেলহাজতে রয়েছেন আদিবা আক্তার।
মন্তব্য করুন