- সারাদেশ
- ঘরের আড়ার সঙ্গে ঝুলে স্কুলছাত্রের আত্মহত্যার অভিযোগ
ঘরের আড়ার সঙ্গে ঝুলে স্কুলছাত্রের আত্মহত্যার অভিযোগ

মো.আসলাম হোসেন
সাতক্ষীরার শ্যামনগরে ঘরের আড়ার সাথে গামছা বাঁধা অবস্থায় মো.আসলাম হোসেন নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করে হয়েছে। রোববার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার নুরনগর ইউনিয়নের রাজাপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠিয়েছে পুলিশ। পরিবারের দাবি, মোবাইলে ডাটা (মেগাবাইট) কিনতে নিষেধ করায় অভিমানে ওই স্কুলছাত্র আত্মহত্যা করেছে।
আসলামের বড় ভাই মিয়ারাজ হোসেন জানান, তার আম্মাসহ বাড়ির অপর সদস্যরা সন্ধ্যার দিকে পাশ্ববর্তী নিকটাত্বীয়ের বাড়ির দাওয়াতে যায়। এসময় আসলাম ভাবীর কাছে থাকা এন্ড্রয়েড (স্ম্যার্ট) ফোন নিয়ে ফেসবুক ব্যবহারের জন্য (ডাটা মেগাবাইট) কিনতে চায়। তবে ফোনটি অপর একজনের হওয়ায় সেখানে ফেসবুক ব্যবহারের জন্য ডাটা (মেগাবাইট) কিনতে নিষেধ করেন তার ভাবী। একপর্যায়ে নিজ শোওবার ঘরে চলে যাওয়ার প্রায় ২০ মিনিট পরে মিয়ারাজের চার বছর বয়সী ছেলে ঘরের মধ্যে ছোট চাচাকে ঝুলতে দেখে কান্না শুরু করে। এসময় তারা দ্রুত সেখানে পৌঁছে আসলামকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য আব্দুস সামাদ জানান, ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ দাফনের আবেদন জানানো হলেও পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মৃতদেহ নিয়ে সোমবার সকালে মর্গে পাঠায়।
শ্যামনগর থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, আসলাম নামের এক মাদ্রাসাছাত্রের আত্মহত্যার ঘটনায় ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
মন্তব্য করুন