নাশকতার চেষ্টার অভিযোগে রংপুরে শিবিরের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন কোতয়ালি থানা পুলিশ। আজ সোমবার সকালে নগরীর গনেশপুরের নজরুল চত্বর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্র জানায়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইসলামী ছাত্র শিবির নগরীতে নাশকতার চেষ্টা করছে- এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ছয় শিবির নেতাকর্মীকে গ্রেপ্তরে। এ সময় তাদের কাছ থেকে পেট্রোলসহ লাঠি উদ্ধার করা হয়। 

কোতয়ালি থানার ওসি (তদন্ত) হোসেন আলী জানান, নাশকতার চেষ্টার অভিযোগে ছয় শিবির নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্ততদের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০ জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে।

তবে পুলিশ গ্রেপ্ততদের নাম প্রকাশ করেনি।