অনিয়ম-দুর্নীতি তদন্তে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

আজ সোমবার দুপুরে রংপুর সমন্বিত জেলা দুদক কার্যালয়ের সহকারী পরিচালক বেলাল হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া গেছে।

দুদকের সাত সদস্যের টিম হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগসহ বিভিন্ন ওয়ার্ডে রোগী ও তাঁদের স্বজনদের সঙ্গে কথা বলে। এ সময় রোগীদের ট্রলিতে করে ওয়ার্ডে নিতে বকশিশ, জরুরি বিভাগে অতিরিক্ত টাকা আদায়সহ পদে পদে রোগী ও স্বজনদের কাছ থেকে টাকা আদায়ের সত্যতা পান তাঁরা। এরপর হাসপাতালের উপপরিচালক ডা. আ ম আখতারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করে অনিয়ম-দুর্নীতির বিষয়টি তুলে ধরেন। হাসপাতালের উপপরিচালক সমস্যা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

দুদকের সহকারী পরিচালক বেলাল হোসেন বলেন, দুদকের ঢাকা কার্যালয় থেকে গত রোববার রমেক হাসপাতালের অনিয়ম-দুর্নীতি নিয়ে একটি অভিযোগ পাওয়া যায়। সেটি তদন্তে অভিযান চালানো হয়েছে। এই হাসপাতালে সেবা নিতে কর্মচারীদের বকশিশ দেওয়া হয়- এমন অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ওয়ার্ডগুলোতে রোগীরা ঠিকমতো সেবাও পাচ্ছেন না।

ডা. আখতারুজ্জামান বলেন, দুদকের কর্মকর্তারা হাসপাতালের বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরেছেন। আমি ও পরিচালক এই হাসপাতালে নতুন। শিগগিরই সমস্যাগুলো সমাধান করা হবে।