- সারাদেশ
- যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন, ২ জন কারাগারে
যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন, ২ জন কারাগারে

প্রতীকী ছবি
সিরাজগঞ্জের বেলকুচিতে যমুনায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে দুই জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলকুচি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিবানী সরকার কারাদণ্ডের এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ড্রেজার মালিক সেলিম হোসেন (৪৯) ও তার সহযোগী আব্দুর রহিম (৪৬) নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বেলকুচির বরধুল ইউনিয়নের খীদ্রচাপরিতে যমুনার তীরে দীর্ঘদিন ধরে ভূমিদস্যুরা অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন। সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইজনকে আটক করা হয়। পরে তাদেরকে ভূমি ব্যাবস্থাপনা আইনে ১৫ দিনের সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন