- সারাদেশ
- বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাদক সেবন, ৫ বহিরাগত আটক
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাদক সেবন, ৫ বহিরাগত আটক

মাদক সেবনকালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ক্যাম্পাস থেকে পাঁচ বহিরাগতকে আটক করেছে প্রক্টরিয়াল টিম।
সোমবার (৬ ফেব্রুয়ারি) রাত ১১টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন ব্রহ্মপুত্র নদের পাড় থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- মারিয়া আক্তার পুতুল (১৯), শাহানুর আহমেদ (১৯), জিএম শহিদুল্লাহ (১৮) জারিন তাসনিম রীতি (১৮), শামস ইবনে আমিনিট (১৯)। তারা সবাই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) লুৎফুর রহমান জানান, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীর নিষেধাজ্ঞা অমান্য করে তিনজন ছেলে ও দুইজন মেয়ে রাত ১০টা থেকে নদীর পাড়ে অবস্থান করছিলেন। বিষয়টি বিশ্ববিদ্যালয় পুলিশকে জানানো হলে প্রক্টরিয়াল মোবাইল টিমের সহযোগিতায় তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে প্রায় পাঁচ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দিন বলেন, মাদক সেবনকালে পাঁচজনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে দুইজনকে অভিভাবকের অনুরোধে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি তিনজনকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল বলেন, আটক সবাইকে থানায় পাঠানো হয়নি। বিশ্ববিদ্যালয় থেকেই দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে। তাই বাকি তিনজনকেও বিশ্ববিদ্যালয়ের কাছে সোপর্দ করে দিয়েছি। তাদের সবাইকে আমার কাছে পাঠালে ব্যবস্থা নিতাম।
মন্তব্য করুন