টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র হামলার শিকার হয়েছেন। স্থানীয় এমপির সমর্থক গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে অভিযোগ।

গতকাল সোমবার দুপুরে গোপালপুর উপজেলার আলমনগর বোর্ড বাজারে এ হামলার ঘটনা ঘটে। এ সময় ভূঞাপুর পৌর মেয়র মাসুদুল হক মাসুদকে বহন করা প্রাইভেটকারসহ দুটি প্রাইভেটকার ও ৬-৭টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। হামলায় স্থানীয় তিন সংবাদকর্মীসহ ১০-১২ জন আহত হন।

আহত নেতাকর্মীদের মধ্যে রয়েছেন- ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ইসমাইল হোসেন, ভূঞাপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাছেদ ম ল, ভূঞাপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম বাবলু, ছাত্রলীগ নেতা ইমরান হোসেন ও গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বড়শিলা গ্রামের আওয়ামী লীগ কর্মী দেলোয়ার হোসেন।

জানা গেছে, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে বর্তমান সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। মেয়র মাসুদ এমপির অনুসারী ছিলেন। কিন্তু গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন নিয়ে তাঁদের মধ্যে বিরোধ তৈরি হয়। এ নিয়ে দু'পক্ষে সংঘর্ষের ঘটনাও ঘটে। জেলা আওয়ামী লীগের সম্মেলনের আগে ভূঞাপুরে আওয়ামী লীগের কর্মী সমাবেশে মেয়র মাসুদ কয়েকজন বহিস্কৃত নেতাকর্মী নিয়ে সভায় প্রথম সারিতে বসেন। এ সময় এমপি ছোট মনির সমাবেশে উপস্থিত হন। তখন বহিস্কৃতদের নিয়ে সভা করার কারণ জিজ্ঞেস করলে সভায় হট্টগোল শুরু হয়। পরে মেয়র মাসুদের সমর্থকদের সঙ্গে এমপির সমর্থকদের ব্যাপক সংঘর্ষ হয়। তখন থেকেই দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ ছাড়া রাজনৈতিক নানা বিষয় নিয়ে তাদের মধ্যে মতানৈক্য তৈরি হয়।

এর মধ্যে মেয়র মাসুদ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন বলে ঘোষণা দেন। এ উপলক্ষে তিনি ভূঞাপুর ও গোপালপুরের বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করেন। তিনি তাঁর নিজ উপজেলা রেখে কয়েকটি প্রাইভেটকার ও ৩০-৪০টি মোটরসাইকেল নিয়ে গোপালপুরে কম্বল বিতরণ করতে যান।

সোমবার বেলা ১২টার দিকে উপজেলার আলমনগর বোর্ড বাজার এলাকায় গাড়িবহর পৌঁছলে এমপি ছোট মনিরের অনুসারী গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজের নেতৃত্বে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫০-৬০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গাড়িবহরে হামলা করেন। এ সময় হামলাকারীরা ককটেল বিস্ম্ফোরণ ঘটান। লাঠিসোটা দিয়ে কয়েকজনকে বেদম মারধর করেন।

ভূঞাপুর পৌরসভার মেয়র মাসুদুল হক মাসুদ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকা মানুষকে জানানোর জন্য লিফলেট ও কম্বল বিতরণ করতে যাচ্ছিলাম। এ সময় স্থানীয় এমপি ছোট মনিরের নির্দেশে তাঁর লোকজন আমাদের ওপর হামলা চালান। হামলায় নেতৃত্ব দেন গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরুজ।

সাইফুল ইসলাম তালুকদার সুরুজ বলেন, ভূঞাপুর ও গোপালপুরের বহিস্কৃত নেতাদের নিয়ে তিনি (মাসুদ) কম্বল বিতরণের নামে নির্বাচনী প্রচারণা চলাতে এসেছেন। এ কারণে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ক্ষুব্ধ হয়ে হামলা চালিয়েছেন। তবে হামলার সঙ্গে তাঁর সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি।

এ হামলার সঙ্গে জড়িত নন দাবি করে সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির বলেন, হামলার বিষয়টি খুবই দুঃখজনক। তবে গোপালপুর আওয়ামী লীগকে না জানিয়ে ভূঞাপুরের মেয়রের এভাবে আওয়ামী লীগের বিদ্রোহীদের নিয়ে কম্বল বিতরণ করা ঠিক হয়নি। নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে হামলা চালাতে পারেন।
গোপালপুর থানার ওসি মোশারফ হোসেন জানান, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।