- সারাদেশ
- চসিকের প্রকল্প পরিচালককে মারধর, ঠিকাদার গ্রেপ্তার
চসিকের প্রকল্প পরিচালককে মারধর, ঠিকাদার গ্রেপ্তার

ঠিকাদার সাহাব উদ্দিন।ছবি: সমকাল
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রকল্প পরিচালককে মারধরের ঘটনায় মূলহোতা ঠিকাদার সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ নিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে নগরের লালখানবাজার পশ্চিম বাঘঘোনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নগর গোয়েন্দা বিভাগের (উত্তর-দক্ষিণ) উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান। তিনি বলেন, ঘটনার পর আত্মগোপনে চলে যান সাহাব উদ্দিন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাহাব উদ্দিন জানান- ঘটনার পর চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন তিনি।
গত ২৯ জানুয়ারি বিকালে টাইগারপাসে সিটি করপোরেশনের অস্থায়ী প্রধান কার্যালয়ে নিজের দপ্তরে হামলার শিকার হন প্রকল্প পরিচালক মো. গোলাম ইয়াজদানী। কাজ না পেয়ে সাহাব উদ্দিনের নেতৃত্বে ঠিকাদাররা এ হামলা চালান বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ওইদিন রাতে সিটি করপোরেশনের নিরাপত্তা কর্মকর্তা মো. কামাল উদ্দিন বাদী হয়ে ১১ ঠিকাদারকে আসামি করে খুলশী থানায় মামলা করেন। মামলায় প্রধান আসামি করা হয় এস জে ট্রেডার্সের মালিক সাহাব উদ্দিনকে।
হামলার প্রসঙ্গে প্রকল্প পরিচালক মো. গোলাম ইয়াজদানী বলেন, তদবির করে কাজ না পেয়ে ঠিকাদাররা কার্যালয়ে ঢুকে হামলা চালিয়েছেন ও মারধর করেছে। এ ঘটনায় করা মামলায় সাতজনকে আসামি করা হয়েছে। আসামিরা হলেন- মাসুদ এন্টারপ্রাইজের মো. ফেরদৌস, মেসার্স খান করপোরেশনের হাবিব উল্লাহ খান, মেসার্স নাজিম অ্যান্ড ব্রাদার্সের নাজিম, ইফতেখার অ্যান্ড ব্রাদার্সের ইউসুফ, জ্যোতি এন্টারপ্রাইজের আশীষ বাবু, ফরহাদ ও আলমগীর।
মন্তব্য করুন