- সারাদেশ
- বেলকুচিতে যুবকের লাশ উদ্ধার
বেলকুচিতে যুবকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জের বেলকুচিতে মনিরুল ইসলাম (২০) নামে এক যুবকের জবাইকৃত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার যমুনার চরের মুলকাদি গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মনিরুল মৃত আব্দুস সালামের ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন।
বেলকুচি থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আসলাম উদ্দিন বলেন, ‘রাতের যেকোনো সময় তাকে জবাই করার পর মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা পালিয়েছে। ঘটনাটি পূর্ববর্তী শত্রুতার জেরে, না-কি নারী ঘটিত তা খতিয়ে দেখছে পুলিশ। লাশ উদ্ধারের পর ময়না তদন্ত ও থানায় মামলার প্রক্রিয়া চলছে।’
মন্তব্য করুন