কুষ্টিয়ার কুমারখালীতে চলন্ত বিআরটিসি বাস থেকে নামতে গিয়ে চাকায় পিষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের কুমারখালী বাসস্টান্ডের গোলচত্ত্বর এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত যুবক আনোয়ারা সাহা (৩০) জেলার খোকসা উপজেলার কালীবাড়ি এলাকার আবুল সাহার ছেলে। তিনি পেশায় একজন হকার।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, ঝুড়িভাজা বিক্রির উদ্দেশ্যে আনোয়ার সাহা খোকসা বাসস্টান্ড থেকে বিআরটিসি বাস উঠেছিলেন। এরপর বাসচালক কুমারখালী বাসস্টান্ডের গোলচত্ত্বর এলাকায় গতি কমিয়ে তাকে নামিয়ে দেন। এ সময় বাসের পিছনের চাকায় পিষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে প্রথমে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি দেবব্রত রায় বলেন, চলন্ত বাস থেকে নামতে গিয়ে পিছনের চাকায় পিষ্ট হয়ে একজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে।