- সারাদেশ
- প্রধান শিক্ষককে আ‘লীগ নেতার হত্যার হুমকি, ৯৯৯ কলে উদ্ধার করল পুলিশ
প্রধান শিক্ষককে আ‘লীগ নেতার হত্যার হুমকি, ৯৯৯ কলে উদ্ধার করল পুলিশ

রাজশাহীর পুঠিয়ায় বিদ্যালয় পরিচালনা কমিটি নিয়ে দ্বন্দ্বে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে প্রধান শিক্ষককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। প্রধান শিক্ষক কোরবান আলী বিদ্যালয়ের টয়লেটে লুকিয়ে ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। সোমবার সকালে উপজেলার সৈয়দ করম আলী শাহ্ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
পরে কোরবান আলী জীবনের নিরাপত্তা চেয়ে পুঠিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। হত্যার হুমকি দেওয়া ওই নেতার নাম আবদুস সামাদ মোল্লা। তিনি রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
কোরবান আলী জানান, করোনার সময় থেকে আহ্বায়ক কমিটি দিয়ে বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছে। সোমবার সকালে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক আবদুস সামাদ মোল্লাসহ ১০ থেকে ১৫ জন বিদ্যালয়ে যান। এ সময় তাঁরা একটি লিখিত কাগজে প্রধান শিক্ষককে স্বাক্ষর করতে বলেন। এতে রাজি না হলে আবদুস সামাদ মোল্লা তাঁর কলার ধরে টানাটানি করে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকেন। এ সময় অন্যরা তাঁকে মারার জন্য তেড়ে আসেন। ভয়ে বিদ্যালয়ের টয়লেটে গিয়ে আশ্রয় নেন কোরবান আলী। তিনি টয়লেটে থেকেই ৯৯৯-এ ফোন করেন। পুলিশ আসার পর সামাদ মোল্লাসহ অন্যরা সেখান থেকে চলে যান।
জানতে চাইলে আওয়ামী লীগ নেতা আবদুস সামাদ মোল্লা বলেন, ‘এটা একটা নাটক। এমপি মনসুর রহমানের কথামতো বিদ্যালয়ের প্রধান শিক্ষক ২০১৭ সাল থেকে অ্যাডহক কমিটি দিয়ে বিদ্যালয় পরিচালনা করছেন। তারা আবারও গোপনে অ্যাডহক কমিটি করার প্রক্রিয়া করেছে। আমরা বলেছি, প্রকাশ্য ভোটে কমিটি করতে হবে। পরে তিনি টয়লেটে গিয়ে পুলিশে ফোন করেছেন।’
মন্তব্য করুন