তুরস্ক ও সিরিয়াতে মানবিক সহায়তা পাঠানোর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এ তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। প্রধানমন্ত্রী নির্দেশনা দেওয়ার পর এ সংক্রান্ত প্রস্তুতির কাজ চলছে বলে সমকালকে জানিয়েছেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সহযোগিতা সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়ার সহায়তার পণ্য তালিকা চূড়ান্ত হবে।

তুরস্ক ও সিরিয়ায় মানবিক সাহায্য পাঠানোর বিষয়ে জানতে চাইলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান মঙ্গলবার রাতে সমকালকে বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনার পর দুই দেশে মানবিক সহায়তা পাঠানোর প্রস্তুতি নিচ্ছি আমরা। তবে তাদের কী কী প্রয়োজন এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় তথ্য সংগ্রহ করবে। আক্রান্ত দুই দেশের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় পণ্যের তালিকা চূড়ান্ত করা হবে।’

এক প্রশ্নের জবাবে ডা. এনাম বলেন, ‘দুই দেশে মানবিক সহযোগিতা পাঠানোর বিষয়ে সমন্বয়ের দায়িত্ব পালন করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। সংগৃহীত চাহিদা অনুযায়ী মানবিক সহায়তার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ চূড়ান্ত করবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।’