- সারাদেশ
- চোরাই পথে আসা ভারতীয় আইফোন শাওমী মোবাইলের চালান জব্দ
চোরাই পথে আসা ভারতীয় আইফোন শাওমী মোবাইলের চালান জব্দ

ভারতীয় আইফোন, শাওমী ও ওয়ানপ্লাস ব্যান্ডের জব্দ করা ফোন (ছবি-সংগৃহীত)
সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয় মোবাইল ফোনের একটি চালান জব্দ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার শ্রীপুর মোকামপুঞ্জি এলাকা থেকে ৪৮ বিজিবি সদস্যরা এসব মোবাইল জব্দ করেন। জব্দ করা মোবাইল ফোনের মধ্যে রয়েছে ভারতীয় আইফোন, শাওমী ও ওয়ানপ্লাস ব্যান্ডের ১৯৪টি ফোন, যার বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা।
শ্রীপুর বিজিবি ক্যাম্প কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মকবুল হোসেন জানান, বিজিবি টহলকালে ভারতীয় মোবাইল সেটের চালান জব্দ করেছে। চোরাচালানরোধে অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন