বগুড়ায় ছাত্রলীগের দুইজন কর্মীসহ একই সঙ্গে পাঁচজনকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ৯টার দিকে শহরের রেলওয়ে আদর্শ হকার্স মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। 

ছুরিকাঘাতে আহতরা হলেন, বগুড়ার শাজাহানপুরের চকদোহার এলাকার মৃত অজির আকন্দের ছেলে আবদুল বাসেদ (৬৫), হোটেল ব্যবসায়ী সেউজগাড়ী এলাকার বাছেদ মন্ডলের ছেলে রিয়াদ মন্ডল (২৪), পৌর ছাত্রলীগ কর্মী সেউজগাড়ী এলাকার মো. রাজিবের ছেলে সামিত সামিউল (২১), বাবু মিয়ার ছেলে বাপ্পি (২১) ও চকসূত্রাপুর এলাকার হজরত আলীর ছেলে রাশেদ (২৫)। 

এদের মধ্যে সামিত সামিউল ও বাপ্পি এবার বগুড়া সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছেন। 

বর্তমানে আহতরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে রিয়াদ মন্ডলের অবস্থা গুরুতর। 

এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রুবেল সরকার।  

পুলিশের এ কর্মকর্তা জানান, মঙ্গলবার রাতে কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে হকার্স মার্কেটের গেটে আসেন। এ সময় তারা প্রথমে বাছেদকে মারধর শুরু করেন। দুর্বৃত্তদের বাধা দিতে গিয়ে বাকি চারজনও ছুরিকাঘাতে আহত হয়েছেন। 

ছুরিকাহতে আহত ছাত্রলীগ কর্মী সামিত সামিউল জানান, চারটি মোটরসাইকেলে ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত হকার্স মার্কেটের সামনে আসেন। মধ্যে অবস্থায় তারা বাছেদকে মারধর শুরু করেন। এ সময় বাধা দিতে গেলে তারাও ছুরিকাঘাতের শিকার হন।  

সামিত সামিউল আরও জানান, দুর্বৃত্তদের হাতে চাইনিজ কুড়াল, এসএস পাইপ ও ক্রিজসহ অন্যান্য দেশীয় অস্ত্র ছিল। 

বগুড়া পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাকিবুল হাসান জানান, সামিউল ও বাপ্পি ছাত্রলীগের সক্রিয় দুইজন কর্মী। রাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তারা আহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দিতে হবে।