- সারাদেশ
- চট্টগ্রামে গতবারের তুলনায় কমেছে পাসের হার ও জিপিএ-৫
চট্টগ্রামে গতবারের তুলনায় কমেছে পাসের হার ও জিপিএ-৫

বুধবার দুপুরে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এইচএসসির ফলাফল ঘোষণা করা হয়- সমকাল
চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৮০ দশমিক ৫০ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছেন ১২ হাজার ৬৭০ জন। তবে গতবারের তুলনায় এবার কমেছে পাসের হার ও জিপিএ-৫।
গতবার পাসের হার ছিল ৮৯ দশমিক ৩৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিলেন ১৩ হাজার ৭২০ জন।
বুধবার দুপুরে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ।
পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ জানান, এবার ছাত্রদের পাসের হার ৭৭ দশমিক ৯২ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৮২ দশমিক ৯২ শতাংশ। এবার জিপিএ ৫ পেয়েছেন ছাত্র ৫ হাজার ৫৬৪ জন এবং ছাত্রী ৭ হাজার ১০৬ জন। বিভাগভিক্তিক তিন শাখার মধ্যে বিজ্ঞানে ৯১ দশমিক ৩০ শতাংশ, ব্যবসায় শিক্ষা বিভাগে ৮৩ দশমিক ৮৩ শতাংশ এবং মানবিকে পাসের হার ৭৩ দশমিক ৩ শতাংশ।
শিক্ষাবোর্ডের তথ্য অনুযায়ী, ২০২২ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় ২৬৭টি কলেজের ১ লাখ ১ হাজার ২৫১ জন ছাত্র-ছাত্রী অংশ নেয়। এর মধ্যে পাস করেছেন ৮৯ হাজার ৬২ জন। পরীক্ষায় উপস্থিতির সংখ্যা ৯৯ হাজার ৬২৮ জন। ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক রেজাউল করিম, কলেজ পরিদর্শক অধ্যাপক জাহেদুল হক, বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলি প্রমুখ।
মন্তব্য করুন