- সারাদেশ
- ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে রাজবাড়ীতে সাংবাদিকদের মানববন্ধন
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে রাজবাড়ীতে সাংবাদিকদের মানববন্ধন

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ সময় টিভির বার্তা প্রধান মুজতুবা দানিশের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাজবাড়ী জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ’র ব্যানারে রাজবাড়ী শহরের পৌর মিলেনিয়ম মার্কেটের সামনে প্রধান সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সময় টিভির স্টাফ রিপোর্টার ও রাজবাড়ী জেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি করিম ইসহাকের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন রাজবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভাপতি লিটন চক্রবর্তী, দৈনিক আমাদের রাজবাড়ীর সম্পাদক ফকীর জাহিদুল ইসলাম রুমন, সমকালের গোয়ালন্দ প্রতিনিধি আজু শিকদার, প্রথম আলোর রাজবাড়ী প্রতিনিধি এজাজ আহমেদ, চ্যানেল টুয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি সুমন বিশ্বাস প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন স্বাধীন সাংবাদিকতার জন্য এক বড় প্রতিবন্ধকতা। অবিলম্বে তারা এ আইন বাতিলসহ মুজতুবা দানিশের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধন পরিচালনা করেন সমকালের জেলা প্রতিনিধি ও রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৌমিত্র শীল চন্দন। এ সময় জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন