কক্সবাজারের চকরিয়া উপজেলায় মরিচ ক্ষেত থেকে বেলাল উদ্দিন (৩৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নস্থ বেতুয়া বাজার ব্রিজের পূর্ব পাশের আনিসপাড়ার এক মরিচ ক্ষেত থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহত বেলাল উদ্দিন পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আনিস পাড়া এলাকার মোহাম্মদ মফজলের ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, ধারণা করা হচ্ছে- বেলালকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে মরিচ ক্ষেতে মরদেহ ফেলে রেখে পালিয়ে যায়। পুলিশ খবর পেয়ে বুধবার দুপুরের দিকে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেন।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবতী সমকালকে এসব তথ্য জানিয়েছেন।