- সারাদেশ
- সিলেটে পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫
সিলেটে পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫

সিলেট কমার্স কলেজে শিক্ষার্থীদের উল্লাস ছবি: ইউসুফ আলী
এবারের এইচএসসি পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ডে পাসের হার কমেছে। তবে বেড়েছে জিপি৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা। এ বছর সিলেট শিক্ষাবোর্ডের জিপিএ- ৫ পেয়েছেন ৪ হাজার ৮৭১ শিক্ষার্থী। গত বছর জিপি৫ পেয়েছিলেন ৪ হাজার ৭৩১ জন। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে মেয়ে ২ হাজার ৬৮৯ জন ও ছেলে রয়েছেন ২ হাজার ১৮২ জন। সর্বোচ্চ বিজ্ঞান বিভাগে ৩ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
এবার এইচএসসিতে সিলেট বোর্ডে পাসের হার ৮১.৪০ শতাংশ। পাসের হারের দিক দিয়ে সারা দেশের মধ্যে ষষ্ঠ।
বুধবার দুপুর সাড়ে ১২টায় সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে ফলাফল ঘোষণার পর এসব তথ্য জানা গেছে।
ফলাফল ঘোষণাকালে সিলেট শিক্ষা বোর্ডের সচিব মো. কবীর আহমদ সন্তোষ প্রকাশ করে জানিয়েছেন, তুলনামূলকভাবে ইংরেজিতে ফল কম ভালো হয়েছে। এ বিষয়ে ৮৫.৫৬ শতাংশ ফলাফল এসেছে। বন্যা ও অতিবন্যা থেকে কাটিয়ে উঠতে শিক্ষার্থীরা নানা সমস্যার সম্মুখীন হয়েছে। এতে ফলাফলে প্রভাব পড়েছে। তিনি জানান, সিলেটে বিজ্ঞানের তুলনায় মানবিকে শিক্ষার্থীর সংখ্যার বেশি। ফলে গড় ফলাফল কিছুটা কমেছে। বিজ্ঞানে শিক্ষার্থী বাড়ানোর উপর গুরুত্ব দেন তিনি।
প্রাপ্ত ফলাফল থেকে জানা গেছে, সিলেট শিক্ষাবোর্ডের অধীনে এবার পরীক্ষায় অংশ নেন ৬৬ হাজার ৪৯১ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫৪ হাজার ১২২ জন। এর মধ্যে বিজ্ঞানে ১০ হাজার ৯৮০ জন, মানবিকে ৩৫ হাজার ৩৫৪ জন ও ব্যবসা শিক্ষায় ৭ হাজার ৭৮৮ জন। মোট অংশগ্রহণকারী পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ২৮ হাজার ৬৬৯ জন ও ছাত্রী ৩১ হাজার ২৪৪ জন। ফলাফলে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে। মেয়েদের পাশের হার ৮২.৬১ ও ছেলেদের ৭৯.৮০ শতাংশ। তিনটি বিভাগের মধ্যে সবচেয়ে ভালো ফলাফল করেছে বিজ্ঞানের শিক্ষার্থীরা। তাদের গড় পাসের হার ৯০.৫০ শতাংশ। এছাড়া ব্যবসা শিক্ষায় পাসের হার ৮০.২৩ ও মানবিকে ৭৯.১৮ শতাংশ।
৪ হাজার ৮৭১ জন জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে বিজ্ঞানে ৩ হাজার ৩৩৩ জন, মানবিকে ১ হাজার ২৬ জন ও ব্যবসা শিক্ষায় ৫১২ জন রয়েছেন।
মন্তব্য করুন