- সারাদেশ
- ঘুষের টাকা ফেরতের আশ্বাসে শান্ত হলো সেই মাদ্রাসা
ঘুষের টাকা ফেরতের আশ্বাসে শান্ত হলো সেই মাদ্রাসা
ঘুষের টাকা ফেরত ও নিয়োগ বাতিলের আশ্বাসে শান্ত হয়েছে মদন উপজেলার কদমশ্রী দাখিল মাদ্রাসা। গতকাল মঙ্গলবার সুপার এটিএম সাইফুল ইসলাম ও সভাপতি সাইদুল হক মাদ্রাসায় গেলে ভিড় করেন ভুক্তভোগীরা। তখন সালিশ বৈঠকের আয়োজন করেন এলাকাবাসী। মোহাম্মদ মর্তুজার সভাপতিত্বে বৈঠকে সভাপতি ঘুষের টাকা ফেরত দেবেন এবং সুপার নিয়োগ বাতিলে যথাযথ ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
নিয়োগ দেওয়ার আগে কম্পিউটার ল্যাব অপারেটর, নিরাপত্তাকর্মী ও আয়া পদে চাকরি দেওয়ার নাম করে একাধিক প্রার্থীর কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নেন সভাপতি ও সুপার। তবে টাকা নিয়ে অন্য দু'জনকে নিয়োগ দেন তাঁরা। সুপার এটিএম সাইফুল ইসলাম নিয়োগ বোর্ডের সদস্য সচিব থেকে তাঁর মেয়ে তানিয়া আক্তারকে কম্পিউটার ল্যাব অপারেটর পদে নিয়োগ দেন। তাঁদের দুর্নীতির খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। সভাপতি ও সুপার এলাকা ছেড়ে পালিয়ে যান।
সুপার এটিএম সাইফুল ইসলাম বলেন, 'আমার মেয়েকে নিয়োগ দেওয়ায় মূলত এ জটিলতার সৃষ্টি হয়েছে।'
সভাপতি সাইদুল হক বলেন, 'যাদের কাছ থেকে টাকা নিয়েছিলাম দ্রুত ফেরত দেব। এলাকাবাসী বৈঠকে নিয়োগ বাতিলের যে সিদ্ধান্ত নিয়েছে, তা আমরা মেনে নেব।'
মন্তব্য করুন