- সারাদেশ
- বিআরটিএ পাবে ৫ লাখ টাকা, উপহারের গাড়ি নিয়ে বিপাকে হিরো আলম
বিআরটিএ পাবে ৫ লাখ টাকা, উপহারের গাড়ি নিয়ে বিপাকে হিরো আলম

উপহারের গাড়ির সঙ্গে হিরো আলম
এখানেই শেষ নয়, ওই গাড়ির ট্যাক্স দেওয়া হয়েছে সর্বশেষ ২০১৩ সালে। বর্তমানে ওই গাড়ির বিপরীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পাওনা প্রায় পাঁচ লাখ টাকা। হিরো আলমকে গাড়ি উপহার দেওয়া শিক্ষক এম মুখলিছুর রহমান এত দিন ওই গাড়িটি অবৈধভাবে চালিয়ে আসছিলেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে হিরো আলম বলেন, গাড়িটি নেওয়ার আগে গাড়ির ফিটনেস সনদের মেয়াদ শেষ হয়ে যাওয়া এবং বিআরটিএর পাওনার বিষয়টি আমি জানতাম না। গাড়িটি নেওয়ার পর কাগজপত্র যাচাই করতে গিয়ে বিষয়টি আমি বুঝতে পারি।
আরও পড়ুন: উপহারের গাড়ি নিতে আসা হিরো আলমকে জরিমানা
হিরো আলমকে গাড়ি উপহার দেওয়া ওই শিক্ষকের নাম এম মুখলিছুর রহমান। তার বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামে এবং তিনি চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের হাজি আবদুল জব্বার জিএল একাডেমি অ্যান্ড হাইস্কুলের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।
হিরো আলমকে গাড়ি উপহার দেওয়া শিক্ষক মুখলিছুর রহমান জানান, ২০১৮ সালে তিনি ৫ লাখ টাকা দিয়ে গাড়িটি কিনেছেন। এরপর থেকে তিনি গাড়িটি ব্যবহার করে আসছেন।
তিনি বলেন, গাড়িটির ফিটনেস সনদের মেয়াদ ২০১৩ সালের ১৫ জুলাই শেষ হয়েছে। আমি মেয়াদোত্তীর্ণ ফিটনেসে গাড়িটি ক্রয় করেছিলাম। এই গাড়ি নিয়ে চলাচলে আমার কখনও কোনো সমস্যা হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে হবিগঞ্জ বিআরটিএর সহকারী পরিচালক হাবিবুর রহমান বলেন, ২০১৩ সাল থেকে গাড়ির ট্যাক্স টোকেন ও ফিটনেস সনদ নবায়ন নেই। সেই হিসাবে প্রায় ৫ লাখ টাকার মতো বকেয়া হতে পারে। তবে বকেয়ার পুরো হিসাব পেতে হলে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে হবে।
বিএনপির ছেড়ে দেওয়া ছয়টি সংসদীয় আসনে গত ১ ফেব্রুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে বগুড়া-৬ ও বগুড়া-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন আলোচিত আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। এর মধ্যে বগুড়া-৪ আসনের আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় প্রার্থী রেজাউল করিম তানসেনের কাছে ৮৩৪ ভোটে পরাজিত হন হিরো আলম।
এদিকে উপনির্বাচনের আগের দিন ফেসবুক লাইভে এসে হিরো আলমকে গাড়ি উপহার দেওয়ার ঘোষণা দেন হবিগঞ্জের এক শিক্ষক। এরপর গতকাল মঙ্গলবার হিরো আলম ওই গাড়ি নিতে হবিগঞ্জে আসেন হিরো আলম। কিন্তু হবিগঞ্জ আসার পথে জরিমানার মুখে পড়েন আলোচিত এই ব্যক্তি। হিরো আলমকে বহনকারী গাড়িটি নির্ধারিত গতির চেয়ে বেশি গতিতে চালানোর দায়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ তাকে জরিমানা করে।
মন্তব্য করুন