- সারাদেশ
- পদ্মা নদীতে স্পিডবোট দুর্ঘটনায় নিখোঁজ আরও ২ জনের মরদেহ উদ্ধার
পদ্মা নদীতে স্পিডবোট দুর্ঘটনায় নিখোঁজ আরও ২ জনের মরদেহ উদ্ধার

ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে দুটি স্পিড বোটের মুখোমুখি সংঘর্ষের ঘটনার ৩ দিন পরে আরও দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বুধবার বেলা দেড়টার দিকে ঘটনাস্থলের পাশ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। মারা যাওয়া দুজন হলেন- ফরিদপুর সদর উপজেলার কাফুরা গ্রামের জয় গোপাল গোস্বামীর ছেলে বলরাম গোস্বামী ও সদরপুর উপজেলার শমসের মাতুব্বরের ডাঙ্গে গ্রামের সুরমান শেখের ছেলে খোকন শেখ। এ নিয়ে এ দুর্ঘটনায় মোট পাঁচ জনের লাশ উদ্ধার করা হলো। এখনও একজন নিখোঁজ আছে বলে জানা গেছে।
গত রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চরঝাউকান্দা ইউনিয়নের পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর একজনের লাশ উদ্ধার করা হয়। পরবর্তীতে আরো ৫ জনের নিখোঁজ থাকার কথা জানায় তাদের পরিবার। এরপরই উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ফরিদপুর ও ঢাকার ফায়ার সার্ভিসের দুটি ডুবুরি দল লাশ উদ্ধার কাজে অংশ নেয়। মঙ্গলবার ডুবুরিরা দুজনের লাশ উদ্ধার করে।
চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা কবির ত্রপা বলেন, উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ফরিদপুর ও ঢাকার ফায়ার সার্ভিসের দুটি ডুবুরি দল লাশ উদ্ধার কাজে অংশ নেয়। ঘন কুয়াশার কারণে রোববার সকালে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা দিন একজন, মঙ্গলবার দুজন এবং আজ দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ একজনের খোঁজে এখনও উদ্ধার অভিযান চলমান রয়েছে।
ইউএনও আরও বলেন, প্রত্যেক পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে ও নিহত পরিবারেরকে সরকারিভাবে আপাতত ৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ ও দোষী স্পিডবোটের চালকদের আটকের চেষ্টা চলছে বলেও তিনি জানান।
মন্তব্য করুন