- সারাদেশ
- রংপুরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্মচারীর লাশ উদ্ধার
রংপুরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্মচারীর লাশ উদ্ধার

প্রতীকী ছবি
রংপরে ভাড়া বাসা থেকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে নগরীর গনেশপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। তবে পুলিশ বলছে, ওই ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
পুলিশ জানায়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নিম্নমান সহকারী শফিকুল ইসলাম শফিক নগরীর গনেশপুরের একটি বাসায় ভাড়া থাকতেন। তার বাড়ি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায়। সকালে বাড়ির লোকজন ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ এসে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি (তদন্ত) হোসেন আলী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। তারা এলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
মন্তব্য করুন