সুন্দরবনের খালে কীটনাশক দিয়ে মাছ শিকারের অভিযোগে দুই জেলেকে গ্রেপ্তার করেছে বনবিভাগ। এ সময় তাদের কাছ থেকে ৬ বোতল ভারতীয় কীটনাশক, একটি ভেসাল জাল ও একটি নৌকা জব্দ করা হয়েছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে জব্দকৃত মালামালসহ দুই জেলেকে কয়রা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার জেলেরা হলেন, উপজেলার মহেশ্বরীপুর গ্রামের কামরুল ইসলাম (২৬) ও একই গ্রামের আল আমিন ওরফে হানিফ। 

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান জানান, মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে কয়রা টহল ফাঁড়ির নলবুনিয়া খালে অভিযানের সময় কীটনাশকসহ দুই জেলেকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।