- সারাদেশ
- মা ও সৎ বাবার নির্যাতন, ঠাঁই হলো সমাজসেবার শিশু পরিবারে
মা ও সৎ বাবার নির্যাতন, ঠাঁই হলো সমাজসেবার শিশু পরিবারে

গ্রেপ্তার সৎ বাব ও মা। ছবি: সমকাল
মা ও সৎ বাবার নির্যাতনের শিকার সাত বছরের শিশুটির ঠাঁই হয়েছে সমাজসেবা অধিদপ্তরের শিশু পরিবারে। বুধবার (৮ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ওই শিশুকে হাজির করা হয়। পরে আদালত তাকে সমাজসেবা অধিদপ্তরের শিশু পরিবারে পাঠানোর আদেশ দেন।
এর আগে, আদালত শিশুটির জবানবন্দি নেন। সেখানে মা ও সৎ বাবার নির্যাতনের বর্ণনা দেয় শিশুটি।
গত সোমবার মধ্যরাতে শিশুটিকে নির্যাতনের সময় স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ সৎ বাবা সেলিম উল্লাহ ও মা রেহেনা আক্তারকে গ্রেপ্তার করে। সেলিম উল্লাহ বাঁশখালী থানার পূর্ব চাম্বল ফকিরপাড়ার জাফর ইসলামের ছেলে ও রেহেনা আক্তার বাগেরহাটের মোড়েলগঞ্জ থানার বলভদ্রপুর এলাকার হাবিবুর রহমানের মেয়ে।
এ মামলার তদন্ত কর্মকর্তা পতেঙ্গা থানার এসআই কিশোর বড়ুয়া সমকালকে বলেন, ‘নির্যাতনের শিকার শিশুটিকে আদালতে হাজির করা হয়। আদালত তাকে সরকারি শিশু পরিবারের হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। শিশুটিকে কেন নির্যাতন করা হতো, তার কারণ খতিয়ে দেখা হচ্ছে।’
পুলিশ সূত্রে জানা যায়, শিশুটির বাবা তার মাকে রেখে চলে যায়। চার মাস আগে ওই শিশুটির মায়ের সঙ্গে সেলিম উল্লাহ’র বিয়ে হয়। সৎ বাবা তাকে সহ্য করতে পারতেন না। প্রায় মা ও সৎ বাবা তাকে শারীরিক নির্যাতন করতেন। অভিযোগে জানানো হয়েছে, সেলিম উল্লাহ মাদক সেবন করেন। গত সোমবার রাতে সৎ বাবার মাদক সেবনের দৃশ্য নকল করে মাকে দেখায় শিশুটি। এতে ক্ষিপ্ত হন মা ও সৎ বাবা। তখন মা ও সৎ বাবা তাকে মারধর শুরু করেন। তখন শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসেন এবং পুলিশে খবর দেন। পুলিশ শিশুটিকে উদ্ধারের পাশাপাশি মা ও সৎ বাবাকে গ্রেপ্তার করে।
পতেঙ্গা থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, মা ও সৎ বাবা দুজনই নেশাগ্রস্ত ছিল। তারা শিশুটিকে বিভিন্ন সময় গরম খুন্তির ছাঁকা দিতো। কখনো কখনো ইলেকট্রিক তার দিয়ে পেটাত। শিশুটির শরীরজুড়ে নির্যাতনের চিহ্ন রয়েছে। শিশুটিও তার মা ও সৎ বাবার নির্যাতনের বিষয়ে অভিযোগ করেছে।
মন্তব্য করুন