ঠাকুরগাঁওয়ের হরিপুরে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় আরফিন খাতুন (১৭) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে জানিয়েছে তার পরিবার।

উপজেলার গেদুরা ইউনিয়নের আটঘরিয়া গ্রামে আজ বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।

আরফিন ওই গ্রামের জাবেদ আলীর মেয়ে এবং ধর্মগড় ডিকে কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।

আফরিনের পরিবারের দাবি, বিকেলে বাড়ির লোকজনের অগোচরে নিজ ঘরে বাঁশের সঙ্গে ওড়না পেঁচিয়ে আফরিন আত্মহত্যা করে।

মারা যাওয়া ওই কলেজছাত্রীর বাবা জবেদ আলী জানান, তার মেয়ে ধর্মগড় ডিকে কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। কিন্তু আজ প্রকাশিত ফলাফলে আফরিন অকৃতকার্য হয়। এরপর সবার অগোচরে দুপুরের পর আফরিনআত্নহত্যা করে৷ 

হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।