ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আরিফুল ইসলাম (৩৩) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। আজ বুধবার ভোরে শ্যামকুড় সীমান্তের ওপারে ভারতের পাকুড়া সীমান্তে এ ঘটনা ঘটে। বুধবার বিকেল ৩টা পর্যন্ত তার মরদেহ ভারতের অভ্যন্তরে পাখিউড়া মাঠে পড়ে ছিল। নিহত আরিফুল ইসলাম শ্যামকুড় পশ্চিমপাড়ার মৃত আফেজ উদ্দিনের ছেলে।

শ্যামকুড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জামিরুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার আরিফুলসহ গ্রামের চার থেকে পাঁচজন যুবক ভারতে গরু আনতে গিয়েছিল। বুধবার ভোরে গরু নিয়ে ফেরার সময় ভারতের পাখিউড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। সেসময় গুলিবিদ্ধ হয়ে আরিফুল নিহত হয়। আরিফুলের সহযোগীরা নিখোঁজ রয়েছে। ঘটনাটি একাধিক মাধ্যম নিশ্চিত করেছে।’

শ্যামকুড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য শহিদুল ইসলাম বলেন, ‘নিহত আরিফুল আমার ওয়ার্ডের শ্যামকুড় গ্রামের বাসিন্দা। বুধবার ভোরে আরিফুল কয়েকজন সহযোগী নিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফ তাদের দিকে গুলি করে। এতে অন্যরা পালিয়ে গেলেও আরিফুল গুলিবিদ্ধ হয়ে মারা যায়। তবে আমি যতটুকু জানতে পেরেছি, বিজিবি সদস্যরা পতাকা বৈঠকের মাধ্যমে তার মরদেহ আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

মহেশপুর ৫৮-ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা বলেন, ‘সীমান্তে একজন মারা গেছে এমন খবর পেয়েছি। তবে নিহত ব্যক্তি বাংলাদেশি কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।’