- সারাদেশ
- বুকিং ক্লার্কের বিরুদ্ধে টিকিটের অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ
সিরাজগঞ্জের জামতৈল রেলস্টেশন
বুকিং ক্লার্কের বিরুদ্ধে টিকিটের অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ

টিকিটের দাম ১৯৫ টাকা হলেও নেওয়া হয়েছে ২৫০ টাকা - সমকাল
সিরাজগঞ্জের কামারখন্দের জামতৈল রেলস্টেশনের দায়িত্বপ্রাপ্ত বুকিং ক্লার্ক জুলহাচ উদ্দিনের বিরুদ্ধে টিকিটের বিপরীতে যাত্রীর কাছ থেকে অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ উঠেছে। আজ বুধবার সকালে বুকিং ক্লার্কের বিরুদ্ধে এ অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী উপজেলার বৈদ্য জামতৈল গ্রামের যাত্রী ফৌজিয়া ইসলাম ফাতেমা সমকালকে জানান, পশ্চিমাঞ্চল রেল বিভাগের স্টেশনে নির্ধারিত অভিযোগ বইয়ে তিনি অভিযোগ করেন। এরপর এ নিয়ে তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।
পরে রেল বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে অভিযোগে তিনি উল্লেখ করেন, 'সিরাজগঞ্জ আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের ঢাকা পর্যন্ত শোভন শ্রেণির টিকিটের নির্ধারিত মুল্য ১৯৫ টাকা। কিন্তু বুকিং ক্লার্ক জুলহাচ উদ্দিন তার কাছ থেকে কৌশলে প্রতিটি টিকিটের জন্য ২৫০ টাকা করে বিক্রি করেন। এ সময় তিনি ও তার স্বজনদের জন্য ছয়টি টিকিট সংগ্রহ করেন। সবগুলো টিকিটেই তিনি বেশি দাম হাতিয়ে নেন।'
এ বিষয়ে বুকিং ক্লার্ক জুলহাচ উদ্দিন মুঠোফোনে সমকালকে বলেন, ‘অতিরিক্ত টাকা নেওয়া হলেও পরে তা ফেরত দেওয়া হয়েছে। উনি বেশ কয়েকবার টিকিট না পেয়ে আগে থেকেই আমার ওপর ক্ষেপে ছিলেন। ফলে তিনি অভিযোগ করেন।’
বিষয়টি জানতে পশ্চিমাঞ্চল রেল বিভাগের পাকশীর দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় কমার্শিয়াল অফিসার (ডিসিও) নাসির উদ্দিনের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। পরে পাকশীর বিভাগীয় ব্যবস্থাপকের (ডিআরএম) মুঠোফোনে কল দেওয়া হলে কল ওয়েটিং পাওয়া যায়। একধিকবার কল করা হলে তিনিও কল রিসিভ করেননি। কিন্তু কল ব্যাকও করেননি।
মন্তব্য করুন