আমদানিকারকের দায়ের করা মামলার কারণে মোংলা বন্দর ছাড়তে পারছে না পানামার পতাকাবাহী জাহাজ এমভি সানবাল্ক।

গত ৭ জানুয়ারি ইন্দোনেশিয়া থেকে ২৭ হাজার ২৪৩ টন কয়লা নিয়ে জাহাজটি মোংলা বন্দরের হারবাড়িয়া-১২-তে নোঙর করে। এর মধ্যেই যশোরের কয়লা আমদানিকারক প্রতিষ্ঠান জয়েন্ট ট্রেডিং করপোরেশন আর্থিক ক্ষতির মামলা করে জাহাজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। পরে আর জাহাজটিকে বন্দর ছাড়ার অনুমতি দেওয়া হয়নি।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট কসমস শিপিংয়ের খুলনার ব্যবস্থাপক সিরাজুল ইসলাম জানান, গত ৪ ডিসেম্বর ইন্দোনেশিয়ার একটি বন্দর থেকে কয়লা আনতে যায় জাহাজটি। কিন্তু এর মধ্যে জাহাজ মালিক ও ভাড়াকারী কোম্পানির মধ্যে দ্বন্দ্বের কারণে নির্দিষ্ট সময়ের প্রায় দেড় মাস পর কয়লা নিয়ে এমভি সানবাল্ক মোংলা বন্দরে আসে। এতে কয়লা আমদানিকারকরা ক্ষতির মুখে পড়েন।

জয়েন্ট ট্রেডিং করপোরেশনের মালিক আনিসুর রহমান বলেন, নির্ধারিত সময়ে না আসায় কয়লার বাজারমূল্য কমেছে এবং গুনগত মান নষ্ট হয়েছে। এতে আমার প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে আমরা ক্ষতিপূরণ চেয়ে উচ্চ আদালতে মামলা করেছি।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন শাহীন মজিদ বলেন, বিদেশি জাহাজটি যাতে বন্দর ছাড়তে না পারে, সে জন্য ৬ ফেব্রুয়ারি আদালতের নির্দেশনা আসে। এ কারণে জাহাজটি বন্দর ছাড়ার অনুমতি দেওয়া হচ্ছে না।