- সারাদেশ
- ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রটা ধ্বংস করে দিয়েছে: আমির খসরু
ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রটা ধ্বংস করে দিয়েছে: আমির খসরু

চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে বক্তব্য দেন আমির খসরু। ছবি: সমকাল
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বর্তমান ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রটা ধ্বংস করে দিয়েছে। সেখান থেকে উদ্ধারের জন্য বিএনপি ২৭ দফা ঘোষণা করেছে। বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা পাওয়ার পর আওয়ামী লীগের মুখ বন্ধ হয়ে গেছে। এই রূপরেখায় তারা কোনো ভুল বের করতে পারেনি, যেটা নিয়ে তারা বিরোধিতা করবে।’
বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রামের উদ্যোগে বিএনপি ঘোষিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ব্যাখ্যা ও বিশ্লেষণ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির ঘোষিত রূপরেখার বিরোধিতা করার মতো কোনো ভাষা আওয়ামী লীগ খুঁজে পায়নি। আওয়ামী লীগ এটাকে বলছে, বিএনপির স্ট্যান্টবাজি। কিন্তু এটা এমন একটা রূপরেখা, যা সবার কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। দেশে-বিদেশে সব শ্রেণি-পেশার মানুষের মনের প্রত্যাশার প্রতিফলন এই রূপরেখার মাধ্যমে ঘটেছে।’
চট্টগ্রাম সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহবায়ক সাংবাদিক জাহিদুল করিম কচির সভাপতিত্বে এবং সদস্যসচিব ডা. খুরশিদ জামিল চৌধুরীর সঞ্চালনায় আরও বক্তব্য দেন সম্মিলিত পেশাজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটির আহবায়ক প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, নগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম বক্কর।
আলোচনা সভায় আমির খসরু আরও বলেন, ‘বাংলাদেশ রাষ্ট্র নেই, রাজ্য হয়ে গেছে। বাংলাদেশ যে গভীর গর্তের মধ্যে পড়েছে, সেই গর্ত থেকে দেশকে উদ্ধার করে রাষ্ট্র মেরামত করতে হবে। আওয়ামী লীগ রাষ্ট্রের প্রতিটি কাঠামো ভেঙে ফেলেছে। এ জন্য রাষ্ট্র মেরামত করতে হবে।
স্বৈরাচার সরকারের পতন ঘটাতে বাংলাদেশের লাখ লাখ মানুষ বিএনপির সঙ্গে রাস্তায় নেমেছে দাবি করে তিনি বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের বিদায় হলে বাংলাদেশের ভাগ্যের কী পরিবর্তন হবে? আমরা আবার আরেকটা ফ্যাসিস্ট সরকার দেখব না, তার গ্যারান্টি কী? মানুষ এটা জানতে চায়। মানুষের মনের সব প্রশ্নের উত্তর রূপরেখার মধ্যে তুলে ধরা হয়েছে।’
মন্তব্য করুন