- সারাদেশ
- ময়লা ফেলা নিয়ে দু'পক্ষের সংঘর্ষে আহত ৫
ময়লা ফেলা নিয়ে দু'পক্ষের সংঘর্ষে আহত ৫

গাজীপুরের কোনাবাড়ী থানার বাইমাইল ব্রীজ এলাকায় ময়লা ফেলাকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার দুপুরের এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ সময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আব্বাস উদ্দিন খোকনকে লাঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সিটি করপোরেশন গঠনের পর থেকে টেন্ডারের মাধ্যমে কাজ পেয়ে ১২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাজমুল আলম সবুজ বাসা-বাড়ির ময়লা সংগ্রহ করে ভাগাড়ে ফেলেন। তাঁর কর্মীরা এতদিন বাইমাইল ভাগাড়ে আর্বজনা ফেলে আসছেন। বুধবার দুপুরে আবর্জনা ফেলতে গেলে স্থানীয় জিকুর নেতৃত্বে তিন-চারজন যুবক সবুজের কর্মীদের ওপর হামলার চালান।এ সময় উভয় পক্ষের মধ্যে সংর্ঘষ হয়। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। তাঁদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর স্থানীয় কাউন্সিলর ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধান করার চেষ্টা করলে জিকুর লোকজন তাঁকেও লাঞ্ছিত করেন।
এ বিষয়ে অভিযুক্ত জিকুর মোবাইল ফোন নম্বরে কলা দেওয়া হলেও বন্ধ পাওয়ায় তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।
গাজীপুর সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্বাস উদ্দিন খোকন বলেন, দু'পক্ষের সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এ সময় জিকু ও তাঁর লোকজন চড়াও হয়েছে। তাঁরা তাঁর মোবাইল ফোন নিয়ে ভেঙে ফেলেন।
এ বিষয়ে কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উদ্দিন বলেন, সংঘর্ষের পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন