- সারাদেশ
- নালায় পড়ে ছিল নবজাতকের মরদেহ
নালায় পড়ে ছিল নবজাতকের মরদেহ

ফাইল ছবি
গাজীপুরের টঙ্গীতে নালা থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে গাজীবাড়ি এলাকার একটি নালা থেকে লাশটি উদ্ধার করা হয়। মেয়েশিশুটির বয়স আনুমানিক দু'দিন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে টঙ্গীর গাজীবাড়ি এলাকার একটি নির্মাণাধীন নালার পানিতে এক নবজাতকের লাশ কে বা কারা ফেলে রেখে যায়। দুপুরে নির্মাণ শ্রমিকরা নালায় কাজ করতে গেলে নবজাতকের লাশ দেখতে পান। এরপর থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। তবে কে বা কারা নালায় ফেলে গেছে, তা জানা যায়নি।
মন্তব্য করুন