- সারাদেশ
- তিন শ্রমিকের মৃত্যু, মালিক-ঠিকাদারের বিরুদ্ধে মামলা
তিন শ্রমিকের মৃত্যু, মালিক-ঠিকাদারের বিরুদ্ধে মামলা

ফাইল ছবি
চট্টগ্রাম নগরের বাকলিয়ায় নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যুর ঘটনায় ভবন মালিক ও ঠিকাদারের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে বাকলিয়া থানায় এ মামলা করা হয়।
নিহত শ্রমিক নাসিম আলীর ভাই হাকিম আলী বাদী হয়ে মামলা করেন। মামলায় ভবনের মালিক মাহবুবুর রহমান এবং ঠিকাদার জামালকে আসামি করা হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে নগরের বাকলিয়ার কল্পলোক আবাসিক এলাকায় নির্মাণাধীন আটতলা ভবন থেকে পড়ে তিন নির্মাণশ্রমিকের মৃত্যু হয়। নিহতরা হলেন, মো. ইস্রাফিল (২০), নাসিম আলী (২৪) ও মো. রিপন (১৭)। তারা ভবনটিতে মাচাংয়ের ওপর দাঁড়িয়ে সিলিংয়ের কাজ করছিলেন। একপর্যায়ে মাচাং ভেঙে নিচে পড়ে তিনজন নিহত হন।
পুলিশ জানায়, ভবনটির আটতলায় নিরাপত্তাবেষ্টনী ছাড়াই কাজ করছিলেন শ্রমিকরা। অসাবধানতাবশত তিন শ্রমিক ছাদ থেকে নিচে পড়ে যান। পরে অন্য শ্রমিকরা মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাসিম ও ইস্রাফিলকে মৃত ঘোষণা করেন। কয়েক ঘণ্টার ব্যবধানে চিকিৎসাধীন অবস্থায় রিপনও মারা যান।
বাকলিয়া থানার ওসি আব্দুর রহিম বলেন, তিন শ্রমিকের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। মামলার বিষয়ে তদন্ত চলছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন