চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পরিসংখ্যান বিভাগের সুবর্ণ জয়ন্তী উৎসব আজ শুক্রবার। গৌরবের ৫০ বছরকে স্মরণীয় করে রাখতে আজ ও আগামীকাল (শুক্র ও শনিবার) পরিসংখ্যান বিভাগ ও অ্যালামনাইদের সমন্বয়ে দু'দিনব্যাপী এই উৎসব পালিত হচ্ছে।

'উন্নত জীবনের সোপান, পঞ্চাশে চবির পরিসংখ্যান' স্লোগানে সুবর্ণ জয়ন্তী উৎসবের অংশ হিসেবে আজ চট্টগ্রাম শহরে একটি বর্ণাঢ্য র‍্যালি ও জিইসি কনভেনশন হলে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে। আর আগামীকাল (১১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুক্তিযোদ্ধা অ্যালামনাই ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান, স্মৃতিচারণ, আলোচনাসভা ও জমকালে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দেশ-বিদেশের প্রায় ২৫০০ সাবেক ও বর্তমান শিক্ষার্থী এ উৎসবে অংশ নিচ্ছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগের সভাপতি অধ্যাপক রোকনুজ্জামান আজাদ বলেন, চবিতে ১৯৭০ সালে এ বিভাগটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে দেশের উন্নয়নে ও মানুষের ব্যক্তিগত থেকে জাতীয় জীবনে রাষ্ট্রের কর্ম পরিকল্পনার বিষয়কে গুরুত্ব দিয়ে সিলেবাস তৈরি করে এই বিভাগ। প্রতিবছর এই বিভাগ দেশকে উপহার দেয় এক ঝাক মেধাবী তরুণ। সাফল্যমন্ডিত বিভাগটির ৫০তম বছরকে স্মরণীয় করে রাখতে বর্ণাঢ্য আয়োজনের ব্যবস্থা করা হয়েছে।

পরিসংখ্যান বিভাগের অ্যালামনাই এসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি এসএম নুরুল হক জানান, আজ শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল জিইসি কনভেনশন হলে বর্ণাঢ্য র‍্যালি ও সুবর্ণজয়ন্তী উৎসব উদ্বোধন করবেন। আগামীকাল চবি ক্যাম্পাসে অনুষ্ঠেয় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শিরীণ আখতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এ ছাড়াও অ্যালামনাই ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে সরকারের সিনিয়র সচিবসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা, প্রো-ভিসি, ডিন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকবৃন্দ, বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকের কর্মকর্তাবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।