- সারাদেশ
- ৫০০ টাকা বাজি ধরে ঝাঁপ দেওয়া সেই যুবকের মরদেহ উদ্ধার
৫০০ টাকা বাজি ধরে ঝাঁপ দেওয়া সেই যুবকের মরদেহ উদ্ধার

ছবি- সমকাল
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৫০০ টাকা বাজি ধরে দুধকুমার নদে ঝাঁপ দিয়ে নিখোঁজ বাবলুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বাবলু উপজেলার পাইকেড়ছড়া ইউনিয়নের আনিছ মিয়ার ছেলে।
নিখোঁজের ৫ দিন পর আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে দুধকুমার নদের সালামের ঘাট এলাকায় তার মরদেহ ভেসে ওঠে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, শুক্রবার সকালে নিখোঁজ স্থানের ভাটিতে সালামের ঘাটে মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন। এরপর পরিবারের লোকজন এসে তার মরদেহ উদ্ধার করে।
এর আগে গত ৫ ফেব্রুয়ারি বাজি ধরে দুধকুমার নদে ঝাঁপ দিয়ে বাবলু নিখোঁজ হন। ফুপাতো ভাইয়ের বিয়ের কনে নিয়ে ফেরার পথে সাঁতরে দুধকুমার নদ পাড় হওয়ার বাজি ধরে বাবলু ঝাঁপ দেন বলে জানান তার স্বজনরা।এরপর থেকে বাবলু নিখোঁজ ছিলেন। এর পরদিন ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় সাড়ে চার ঘণ্টা খুঁজেও তার সন্ধান পায়নি।
মন্তব্য করুন