বগুড়ার আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৫৫) এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ছয়টায় সান্তাহার-বোনারপাড়া রেললাইনের আদমদীঘি স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

আদমদীঘি স্টেশন মাস্টার রবিউল ইসলাম বলেন, সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী পদ্মরাগ এক্সপ্রেস ট্রেনটি আদমদীঘি স্টেশন থামে। যাত্রী নামা-উঠা শেষে ট্রেনটি ছেড়ে যাওয়ার পরই স্টেশনের পূর্ব সাইন বোর্ডের পাশে ওই যুবক কাটা পড়েন।

তিনি আরও বলেন, এ ঘটনায় ইউডি মামলা হয়েছে। সান্তাহার রেলওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।