- সারাদেশ
- আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

প্রতীকী ছবি
বগুড়ার আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৫৫) এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ছয়টায় সান্তাহার-বোনারপাড়া রেললাইনের আদমদীঘি স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আদমদীঘি স্টেশন মাস্টার রবিউল ইসলাম বলেন, সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী পদ্মরাগ এক্সপ্রেস ট্রেনটি আদমদীঘি স্টেশন থামে। যাত্রী নামা-উঠা শেষে ট্রেনটি ছেড়ে যাওয়ার পরই স্টেশনের পূর্ব সাইন বোর্ডের পাশে ওই যুবক কাটা পড়েন।
তিনি আরও বলেন, এ ঘটনায় ইউডি মামলা হয়েছে। সান্তাহার রেলওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
মন্তব্য করুন