- সারাদেশ
- ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সেলফি তুলতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সেলফি তুলতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

ফাইল ছবি
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সেলফি তোলার সময় ব্রিজ থেকে পা পিছলে পড়ে সৈকত হোসেন (১৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ফরিদপুরের ভাঙ্গা এলাকার একটি ব্রিজে এ ঘটনা ঘটে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সৈকত সাতক্ষীরা সদরের বল্লী ইউনিয়নের আখড়াখোলা গ্রামের গফফার মোড়লের ছেলে। সে জেলার মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
নিহত সৈকত সাতক্ষীরা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শিক্ষা সফরে এসেছিল। শিক্ষা সফর শেষে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জামিল মিয়া জানায়, বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা থেকে শিক্ষা সফরের জন্য ছয়টি গাড়িতে করে ২০০ ছাত্রছাত্রীকে নিয়ে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে যান তারা। বঙ্গবন্ধুর মাজার দেখে ফেরার পথে ভাঙ্গা গোলচত্বর দেখতে ইন্টারসেকশন ব্রিজের ওপর যাত্রাবিরতি নেওয়া হয়।
এ সময় সৈকত সেলফি তোলার জন্য ব্রিজের রেলিংয়ে ওঠার চেষ্টা করলে পা ফসকে নিচে পড়ে যায়। এতে সে মাথায় গুরুতর আঘাত পায়।
আহত অবস্থায় সৈকতক প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
মন্তব্য করুন