নাটোরের বাগাতিপাড়ায় ঘরে লাগা আগুনে দগ্ধ হয়ে ফিরোজা বেগম (৭০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

ফিরোজা বেগম উপজেলার দয়ারামপুর ইউনিয়নের সোনাপুর হিজলী পাবনাপাড়া গ্রামের প্রয়াত আদম আলী মুনশীর মেয়ে।

স্থানীয়রা জানায়, শুক্রবার ফজরের নামাজের পর পরই তার ঘরে আগুন লাগে। আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। আগুন নিভে যাওয়ার পর দগ্ধ অবস্থায় বৃদ্ধা ফিরোজাকে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে বাগাতিপাড়া ফায়ার স্টেশনের কর্মীরা এসে মরদেহ উদ্ধার করে।

ফিরোজা বেগমের দুই ভাই সুরত আলী ও বাচ্চু আলী জানান, স্বামী ও সন্তানের মৃত্যুর পর থেকে ফিরোজা বেগম পৈত্রিক ভিটায় ছনের ছাউনি দেয়া ঘরে একাই থাকতেন।

দয়ারামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার নুরুল ইসলাম জানান, বৃদ্ধা হয়তো ঘরে আগুন পোহাচ্ছিলেন। কোনোভাবে আগুন লেগে পাটশোলা থাকার কারণে তা দ্রুত ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে।

বাগাতিপাড়া থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে বৃদ্ধার মরদেহ পরিবারের কাছে হস্টত্মান্ত্মর করা হবে।