সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় তৃতীয় শ্রেণির এক ছাত্রী ৫ দিন ধরে নিখোঁজ। গত ৬ ফেব্রুয়ারি কনা (৯) বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেনি। কোথাও খুঁজে না পেয়ে গত ৮ ফেব্রুয়ারি উল্লাপাড়া থানায় একটি জিডি করেন তার বাবা।

পুলিশ বলছে, কনার সন্ধানে কাজ করছে পুলিশ।

নিখোঁজ কনা উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বড় লক্ষ্মীপুর গ্রামের কামাল আকন্দের মেয়ে। সে বড় লক্ষ্মীপুর হাফিজিয়া মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রী। 

নিখোঁজ ছাত্রীর বাবা কামাল আকন্দ জানান, কনা ০৬ ফেব্রুয়ারি বিকেলে পার্শ্ববর্তী শাহজাহানপুর বাজারের উদ্দেশ্যে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ রয়েছে। সব আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ করেও কোন সন্ধান পাওয়া যায়নি। বাড়ি থেকে বের হওয়ার সময় তার পরনে ছিল সাদা চেকের ফ্রগ ও সবুজ রংয়ের সালোয়ার। গত ৮ ফেব্রুয়ারি কামাল এ ঘটনায় উল্লাপাড়া থানায় একটি জিডি করেন।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, পুলিশ ইতোমধ্যেই কনাকে খুঁজতে কাজ শুরু করেছে।