নিয়মিত লোডশেডিংয়ের পাশাপাশি প্রায় প্রতি সপ্তাহে সিলেট নগরীর কোনো না কোনো এলাকায় সম্প্রসারণ লাইনের মেরামত ও সংরক্ষণ কাজ করছে বিদ্যুৎ বিভাগ। ফলে এ কাজে বাড়তি সময় বিদ্যুৎহীন থাকেন সংশ্লিষ্ট এলাকার গ্রাহকরা। গত সপ্তাহে বিদুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর পর এবার বিতরণ বিভাগ-১ মেরামত ও সংরক্ষণ কাজের জন্য ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার ঘোষণা দিয়েছে।

আগামীকাল শনিবার বিউবোর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর আওতাধীন বিভিন্ন এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না বলে জানিয়েছেন বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী ফজলুর রহমান। আজ শুক্রবার এ বিষয়ে সংশ্লিষ্ট এলাকায় মাইকিংও করা হয়েছে।

এর আগে একই কারণে বিতরণ বিভাগ-১ এর আওতাধীন কিছু এলাকায় ২০ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

নির্বাহী প্রকৌশলী ফজলুর রহমান জানান, শনিবার ১১ কেভি ক্বীনব্রিজ ফিডারের আওতাধীন নগরীর মাছুদিঘীর পাড়, রামেরদিঘীর পাড়, তালতলা, তেলিহাওড়, শেখঘাট শুভেচ্ছ আ/এ, পশ্চিম কাজিরবাজার, জিতুমিয়ার পয়েন্ট ও তার আশেপাশের এলাকা এবং ১১ কেভি জল্লারপাড় ফিডারের আওতাধীন দাড়িয়াপাড়া, জামতলা, খুলিয়াপুলা, জল্লারপাড়, লামাবাজার, সরষপুর গলি, মির্জাজাঙ্গাল ও পশ্চিম জিন্দাবাজার (আংশিক) এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।