- সারাদেশ
- পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, ৯ লাখ টাকা ছিনতাই
পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, ৯ লাখ টাকা ছিনতাই

দুর্ঘটনায় জব্দ পিকআপ। ছবি: সমকাল
নীলফামারীতে পিকআপের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছেন। ওই সময় অপর একটি মোটরসাইকেলে থাকা অজ্ঞাত আরোহীরা সঙ্গে থাকা ৯ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। বৃহস্পতিবার রাতে নীলফামারী-সৈয়দপুর সড়কের কাদিখোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ পিকআপটি জব্দ করেছে।
নিহত মোটরসাইকেল আরোহী দিনাজপুর জেলার পার্বতিপুর বাঘাচোড়া গ্রামের বজলার রহমানের ছেলে জনি আহমেদ (৩৫)। তিনি ইকু জুট মিলের হিসাবরক্ষক পদে চাকরি করতেন। মোটরসাইকেলে তার সঙ্গে থাকা অপর আরোহী আব্দুর রাজ্জাককে (৩৮) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীর জানান, রাত সাড়ে ৯টার দিকে নিহত জনি ও রাজ্জাক মোটরসাইকেলে সৈয়দপুর থেকে ইকু জুট মিলের দিকে যাচ্ছিলেন। কাদিখোল এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি পিকআপ (ঢাকা-ন-২০-৪৪০৯) তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান জনি। মোটরসাইকেলে থাকা অপর আরোহী ইকু জুট মিলের কম্পিউটার অপারেটর কাজী আব্দুর রাজ্জাক (৩৮) আহত হন।
ইকু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সিদ্দিকুল আলম দাবি করেন, জনি ও রাজ্জাকের কাছে জুট মিলের কর্মচারীদের বেতনের সাড়ে ৯ লাখ টাকা ছিল। তার সৈয়দপুর অফিস থেকে একটি চটের বস্তায় ওই টাকা নিয়ে মোটরসাইকেলে মিলের উদ্দেশ্যে রওনা দেন। ঘটনাস্থলে পেছন দিক থেকে একটি পিকআপ ধাক্কা দেয়। সেখানে মারা যান জনি এবং গুরুতর আহত হয় রাজ্জাক। এ সময় অজ্ঞাতনামা আরেকটি মোটরসাইকেলের আরোহী তাদের সঙ্গে থাকা টাকা নিয়ে পালিয়ে যায়।
এ বিষয় নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, খবর পেয়ে নীলফামারী ও সৈয়দপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপ ও নিহতের মোটরসাইকেলটি জব্দ করে। পিকআপের মালিককে শনাক্ত করা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে। প্রাথমিক ভাবে ধারণা, করা হচ্ছে এটি একটি সড়ক দুর্ঘটনা। তবে টাকা ছিনতাইয়ের অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে।
মন্তব্য করুন