- সারাদেশ
- ট্রেনে ভারত থেকে আনা পণ্য খালাসে বিরামপুরে আধুনিক ইয়ার্ড হবে: রেলমন্ত্রী
ট্রেনে ভারত থেকে আনা পণ্য খালাসে বিরামপুরে আধুনিক ইয়ার্ড হবে: রেলমন্ত্রী

বিরামপুর রেলস্টেশনের উন্নয়ন কাজ পরিদর্শনের পর সাংবাদকিদের সঙ্গে কথা বলেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন - সমকাল
ট্রেনে ভারত থেকে আমদানি করা পণ্য খালাসের জন্য দিনাজপুরের বিরামপুরে আধুনিক ইয়ার্ড নির্মাণ করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
আজ শুক্রবার বিরামপুর রেলস্টেশন আধুনিকীকরণ প্রকল্পের কাজ পরিদর্শনের পর সাংবাদিকদের তিনি একথা বলেন।
রেলমন্ত্রী বলেন, ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী রেলের ওয়াগনগুলো খালাসের জন্য বিরামপুরে আধুনিক ইয়ার্ড তৈরি করা হবে। এজন্য ডাবল রেললাইন স্থাপন এবং টি-১০৪নং গেট ও রাস্তা প্রশস্ত করণসহ ওভার ব্রিজ নির্মাণ করা হবে।
এ সময় রেলমন্ত্রীর সঙ্গে ছিলেন পশ্চিমাঞ্চলের জিএম অসিম কুমার তালুকদার, প্রধান প্রকৌশলী আসাদুজ্জামান হক, পাকশী-২ বিভাগীয় প্রকৌশলী বীরমল মণ্ডল, বিরামপুর পৌর মেয়র আক্কাস আলী, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, বিরামপুর সার্কেলের সিনিয়র এএসপি একেএম ওহিদুন্নবী, স্টেশন মাস্টার রফিক চৌধুরী প্রমুখ।
এর আগে দুপুরে নতুন বাজার বড় মসজিদে জুমার নামাজ শেষে রেলমন্ত্রী এলাকাবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি স্টপেজ বিরামপুর রেলস্টেশনে করা হবে বলে প্রতিশ্রুতি দেন রেলমন্ত্রী।
মন্তব্য করুন