- সারাদেশ
- বিরামপুরে জিপিএ-৫ প্রাপ্ত চটপটি বিক্রেতা তাহিবুলকে ইউএনও'র উৎসাহ
বিরামপুরে জিপিএ-৫ প্রাপ্ত চটপটি বিক্রেতা তাহিবুলকে ইউএনও'র উৎসাহ

তহিবুলের দোকানে চটপটি খাচ্ছেন ইউএনও। ছবি-সমকাল
বিরামপুর পুরাতন বাজারের চটপটি বিক্রেতা তাহিবুল ইসলাম কঠোর পরিশ্রমের মাঝে লেখাপড়া করে এবার আলিম (এইচএসসি সমমান) পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন। এ খবর পেয়ে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার তাহিবুলের ফুটপাতের দোকানে এসে অভিনন্দন জানান এবং তার হাতে বানানো চটপটি খেয়ে শুভেচ্ছা জানান।
জানা যায়, বিরামপুর পূর্বপাড়া মহল্লার দরিদ্র চটপটি বিক্রেতা বাদল হোসেনের ছেলে তাহিবুল ইসলাম শহরের চাঁদপুর ফাজিল মাদ্রাসায় আলিমের ছাত্র ছিলেন। সকালে মাদ্রাসার ক্লাস শেষে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত বাবার সঙ্গে রাস্তার পাশে চটপটি বিক্রির পর সামান্য বিশ্রাম নিয়ে রাতভর পড়াশোনা করতেন। এরই ফলশ্রুতিতে তিনি এবার আলিম পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন। কঠোর পরিশ্রমী এই চটপটি বিক্রেতার জিপিএ-৫ প্রাপ্তি নিয়ে এলাকার শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষানুরাগীদের মাঝে উজ্জ্বল দৃষ্টান্তের বার্তা ছড়িয়েছে।
তাহিবুলের সঙ্গে কুশল বিনিময়, উৎসাহ প্রদান ও তাকে অভিনন্দন জানাতে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার বৃহস্পতিবার সন্ধ্যায় তাহিবুলের চটপটির দোকানে যান। তাহিবুলের দোকানে চটপটি খান এবং তাকে উৎসাহ জানান।
উপস্থিত সাংবাদিক ও জনতার সামনে উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার বলেন, প্রবল ইচ্ছাশক্তি থাকলে কোন প্রতিকূলতা যে কাউকে দমিয়ে রাখতে পারে না কঠোর পরিশ্রমী তাহিবুল তার উজ্জ্বল দৃষ্টান্ত।
এ সময় তিনি তাহিবুলের উচ্চ শিক্ষার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
মন্তব্য করুন