- সারাদেশ
- বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে আ. লীগপন্থী প্যানেলের জয়
বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে আ. লীগপন্থী প্যানেলের জয়

অ্যাডভোকেট ফয়েজুল হক ফয়েজ (বাঁয়ে) ও অ্যাডভোকেট দেলোয়ার হোসেন মুন্সী
বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে পূর্ণাঙ্গে প্যানেলে জয়লাভ করেছে আওয়ামী লীগপন্থী সাদা প্যানেল। আজ শুক্রবার সকালে এই নির্বাচনের ফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগপন্থী সাদা প্যানেলের প্রার্থী অ্যাডভোকেট ফয়েজুল হক ফয়েজ ৪১৭ ভোট পেয়ে সভাপতি এবং অ্যাডভোকেট দেলোয়ার হোসেন মুন্সী ৪০৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বিজয়ী অন্যরা হলেন- সহ সভাপতি অ্যাডভোকেট মো. সালাউদ্দিন সিপু ও অ্যাডভোকেট বিষ্ণুপদ মুখার্জী, অর্থ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন মিজান, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মোল্লা মো. গিয়াস উদ্দিন ও অ্যাডভোকেট মো. হুমায়ন কবীর-৩, নির্বাহী সদস্য অ্যাডভোকেট সোলায়মান আহমেদ, অ্যাডভোকেট মাইনুল হাসান, অ্যাডভোকেট মো. জালাল আরেফিন ও অ্যাডভোকেট সঞ্জীব কুমার সরকার।
বৃহস্পতিবার জেলা আইনজীবী সমিতির এই নির্বাচন অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট গোলাম মাসউদ বাবলু।
মন্তব্য করুন