- সারাদেশ
- আ.লীগ নেতার বিরুদ্ধে ইডেনছাত্রীর ধর্ষণ মামলা
আ.লীগ নেতার বিরুদ্ধে ইডেনছাত্রীর ধর্ষণ মামলা

আওয়ামী লীগ নেতা মোনায়েম হোসেন জেমস। ছবি: সমকাল
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা আওয়ামী লীগের নেতা মোনায়েম হোসেন জেমসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। রাজধানীর লালবাগ থানায় ৫ ফেব্রুয়ারি এ মামলা করেন ইডেন কলেজের এক ছাত্রী। জেমস ছাড়া ওই মামলার আসামি করা হয়েছে তার বাবা আব্দুল ওয়াহাব ও ছোট ভাই জাকির হোসেনকে।
জেমসের বাড়ি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ধামাইচহাট গ্রামে। তবে তিনি বর্তমান ঢাকার লালবাগ থানার রসুলবাগে বসবাস করেন। তিনি ঢাকা কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকও ছিলেন। জেমস তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সদস্য।
মামলার এজাহার সূত্রে জানা যায়, রাজধানীর ইডেন কলেজে পড়ার সময় বাদীর (কলেজছাত্রী) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আওয়ামী লীগ নেতা মোনায়েম হোসেন জেমসের। এক পর্যায়ে বিয়ের প্রলোভনে বাদীকে লালবাগের রসুলবাগের একটি ভাড়া বাসায় একাধিকবার ধর্ষণ করেন মোনায়েম। এতে বাদী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বাদী বিষয়টি জেমসের পরিবারকে জানিয়েও কোনো সুবিধা হয়নি।
এ দিকে মামলা দায়েরের পর থেকেই জেমস গা ঢাকা দিয়েছেন। তার বাবা-ভাই তাড়াশে আত্মগোপনে ররেছেন বলে স্থানীয় একটি সূত্রে জানা গেছে।
এ বিষয়ে লালবাগ থানার উপ-পরিদর্শক মামলার তদন্তকারী কর্মকর্তা ফাইয়াজ হোসেন শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে সমকালকে বলেন, ‘তথ্য প্রযুক্তির
মাধ্যমে আসামিদের অবস্থান নিশ্চিত করার চেষ্টা চলছে। অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া গেলে অভিযান চালানো হবে। প্রয়োজনে তাড়াশেও অভিযান পরিচালনা করা হবে।’
অন্যদিকে, মামলার আসামিরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ও প্রভাবশালী হওয়ায় পুলিশ বিষয়টি আমলে নিচ্ছে না বলে অভিযোগ ভুক্তভোগীর। ঘটনাটি জেনেও সাংগঠনিক পদক্ষেপ নেই নি উপজেলা আওয়ামী লীগ।
এ বিষয়ে তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কুমার বলেন, ‘বিষয়টি জেলার নেতাদের জানানো হয়েছে। সাংগঠনিক পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।’
অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে আসামি জেমসের মোবাইল ফোনে একাধিকবার কল ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ম্যাসেঞ্জারে বার্তা পাঠিয়েও যোগাযোগ সম্ভব হয়নি।
তবে জেমসের বাবা আব্দুল ওয়াহাব বিষয়টি সাজানো বলে মন্তব্য করেছেন।
মন্তব্য করুন