- সারাদেশ
- সিলেটে বাস-প্রাইভেটকার সংঘর্ষে শিশুর মৃত্যু
সিলেটে বাস-প্রাইভেটকার সংঘর্ষে শিশুর মৃত্যু

সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় যাত্রীবাহী বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে সাম্য কর (৮) নামে এক শিশু নিহত হয়েছে।
শুক্রবার দুপুরে তেতলি নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন প্রাইভেটকারের চালক, শিশুর বাবা-মা ও ভাইবোনসহ মোট ৬ জন। হতাহতরা ওই প্রাইভেটকারের যাত্রী ছিলেন।
জানা যায়, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মারা যায়। সে মৌলভীবাজার সদর উপজেলার কমলাকলস এলাকার বাবুল করের মেয়ে।
পুলিশ জানিয়েছে, আজ দুপুর ১২টার দিকে তেতলি এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে সিলেটগামী বাসের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কারের সামনের দিক দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল হাসান তালুকদার জানান, বাস ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
মন্তব্য করুন